আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাসী হন, অসাম্প্রদায়িক চেতনাকে বুকে ধারণ করেন, দেশপ্রেমে​ নিবেদিত হন, বন্ধুসভার গঠনতন্ত্রে অনুগত হন, তাহলে সদস্য ফরমটি পূরণ করুন।

কেউ যদি কখনো দেশ, সমাজবিরোধী, অমানবিক ও বেআইনি কোনো কাজে সম্পৃক্ত হন বা সম্পৃক্ততার অভিযোগ ওঠে, তাহলে তাৎ​ক্ষণিকভাবে তাঁর সদস্যপদ (সহযোগী সদস্য) বাতিল হবে। সে ক্ষেত্রে প্রথম আলো বন্ধুসভা তাঁর কোনো দায়দায়িত্ব বহন করবে না। প্রথম আলো র নীতিমালা সব সদস্যের জন্য প্রযোজ্য। প্রথম আলো বন্ধুসভা যেকোনো সময় নতুন সদস্য অন্তর্ভুক্ত বা যে কারও সদস্যপদ বাতিলের অধিকার রাখে। উল্লেখ্য , তালিকাভুক্ত নির্দিষ্ট বন্ধুসভায় যুক্ত না হয়ে সদস্যরা (সহযোগী সদস্য) বিচ্ছিন্নভাবে কোনো কাজ করতে পারবেন না।

I already have a bondhushava membership