Register a new membership
আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাসী হন, অসাম্প্রদায়িক চেতনাকে বুকে ধারণ করেন, দেশপ্রেমে নিবেদিত হন, বন্ধুসভার গঠনতন্ত্রে অনুগত হন, তাহলে সদস্য ফরমটি পূরণ করুন।
কেউ যদি কখনো দেশ, সমাজবিরোধী, অমানবিক ও বেআইনি কোনো কাজে সম্পৃক্ত হন বা সম্পৃক্ততার অভিযোগ ওঠে, তাহলে তাৎক্ষণিকভাবে তাঁর সদস্যপদ (সহযোগী সদস্য) বাতিল হবে। সে ক্ষেত্রে প্রথম আলো বন্ধুসভা তাঁর কোনো দায়দায়িত্ব বহন করবে না। প্রথম আলো র নীতিমালা সব সদস্যের জন্য প্রযোজ্য। প্রথম আলো বন্ধুসভা যেকোনো সময় নতুন সদস্য অন্তর্ভুক্ত বা যে কারও সদস্যপদ বাতিলের অধিকার রাখে। উল্লেখ্য , তালিকাভুক্ত নির্দিষ্ট বন্ধুসভায় যুক্ত না হয়ে সদস্যরা (সহযোগী সদস্য) বিচ্ছিন্নভাবে কোনো কাজ করতে পারবেন না।